22 C
Kolkata

Akhil Giri: অখিল গিরির গ্রেপ্তারির দাবিতে জাতীয় মহিলা কমিশনে বিজেপি

নিজস্ব প্রতিবেদন: ফের স্বরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কে নিশানা করতে গিয়ে বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়কের। রাষ্ট্রপতির চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য অখিল গিরির মুখে। সেই ভিডিও ভাইরাল হতেই সরব বিরোধী দলের নেতারা। (ভিডিওর সত্যতা যাচাই করেনি Keyখবর) জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনকে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। চিঠিতে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রপতি মহাদয়া আমাদের ১৪০ কোটি ভারতীয়র গর্ব। নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল বিধায়ক অখিল গিরি তাঁকে অপমান করেছেন। তৃণমূল নেতার এই জঘন্য মন্তব্য এবং অপরাধমূলক আচরণের জন্য আমি তাকে সত্তর গ্রেপ্তারির আর্জি জানাচ্ছি। একইসঙ্গে এই অপরাধের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।’

সৌমিত্র খাঁয়ের চিঠি

কী বলেছেন অখিল গিরি? রাজ্যের মন্ত্রী কে বলতে শোনা গিয়েছে, ‘আমরা রূপ দিয়ে বিচার করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’ এই মন্তব্যের পর সমালোচনার ঝড় থেমে থাকেনি। বিজেপি নেতা অমিত মালব্য ট্যুইটে সরব হয়েছেন। তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল আদিবাসী বিরোধী। নির্বাচনেও দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেননি। আর এখন এসব মন্তব্য! লজ্জাজনক।’ অখিল গিরির মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আদিবাসী বিরোধী বলে অভিহিত করেছেন। রাজনৈতিক সোরগোলের পর শনিবার ক্ষমা চেয়েছেন অখিল গিরি। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাঁর অনুতাপ, ‘শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলায় গিয়ে আমার সম্পর্কে কটুক্তি করেছেন। আমার বয়স হয়েছে। রাগের বসে এসব কথা মুখ থেকে বেরিয়ে গেছে। রাষ্ট্রপতি মহোদয়া কে আমি কোনওদিন অসম্মান করতে চাইনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে।’

আরও পড়ুন:  Kolkata History: প্রথম আমেরিকা থেকে আসা ১ রুপিয়া, এক পাউন্ড বরফ দেখতে কৌতুক ছিল কলকাতার !

Featured article

%d bloggers like this: