21 C
Kolkata

Fire: বিধ্বংসী অগ্নিকাণ্ড বোলপুরের বেসরকারি ব্যাংকে, রয়েছে কেষ্ট’র অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী অগ্নিকাণ্ড বেসরকারি ব্যাংকে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বুধবার দুপুরে বোলপুরের শান্তিনিকেতন রোডে একটি ব্যাংকে আগুন লাগে। সূত্রের খবর, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সকুন্যা মন্ডল এবং দেহরক্ষী সায়গ্ল হোসেনের বেশ কয়েকটি অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাংকে। তথ্যের খোঁজে ওই ব্যাংকে দু’বার তল্লাশিও চালিয়েছিল সিবিআই। প্রশ্ন উঠছে, এই অগ্নিকাণ্ড সত্যিই কোনও দুর্ঘটনা? নাকি এর পেছনে রয়েছে কোনও অন্তর্ঘাত? একদিকে কেষ্টর জেলে যাওয়ার ঘটনা অন্যদিকে ব্যাংকে আগুন, এই দুইয়ের পিছনে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Featured article

%d bloggers like this: