নিজস্ব সংবাদদাতা: বহরমপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিনের চাল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ বহরমপুর থানার ২ নং বানজেটিয়ার বেলতলা এলাকায়।ঘটনায় আহত এক বয়স্ক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, বোমা বিস্ফোরনে আহত হন এক বয়স্ক মহিলা । তিনি একাই ওই বাড়িতে থাকতেন। হঠাৎই এদিন রাত্রে প্রচন্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা ছুটে এসে দেখেন আহত মহিলার বাড়ির টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়েছে। আহতকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত মহিলার ছেলে ব্যবসায়ী
প্রবীর মন্ডলের ওই বাড়িতে যাতায়াত ছিল। প্রতিবেশীদের অভিযোগ ওই বাড়িতেই প্রচুর বোমা মজুত করা ছিল ।আর সেই বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। বহরমপুর থানার পুলিশ এসে বোমা উদ্ধার করে এবং বোমা বিস্ফোরণের তদন্ত শুরু করেছে। তবে কি কারনে বা কে বোমা মজুত করেছিল সেই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।
বহরমপুর এ বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টিনের চাল
