নিজস্ব সংবাদদাতা: ধর্ম পুকুরিয়া পঞ্চায়েত এলাকার একটি মন্দিরের কাছ থেকে বোমা উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী।
সোমবার সকালে বনগাঁ থানার অন্তর্গত ধর্মাপুকুরিয়া পঞ্চায়েতের সিংহ পাড়া এলাকায় একটি কালী মন্দিরের পাশে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এলাকার এক মহিলা ফুল তুলতে যাওয়ার সময় মন্দিরের পাশে সুতুলির গোলাকার একটি বস্তু দেখতে পায়। এবং সে বিষয়টি এলাকার কয়েকজনকে জানায়। তারা কাছে গিয়ে দেখে বুঝতে পারে জিনিসটি বোমা। তারাই খবর দেয় বনগাঁ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। তারাই বোমাটি উদ্ধার করে। ওই স্থানে বোমাটি কিভাবে আসলো তা তদন্ত শুরু করেছে পুলিশ।