33 C
Kolkata

BREAKING: জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা শুভেন্দুর

নিজস্ব প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছেতে অস্থায়ীভাবে জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে ৪ঠা জানুয়ারি বসেছিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মেয়াদ তিন বছর থাকলেও, দুমাসের মধ্যেই ইস্তফা দিলেন শুভেন্দু!

জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে বসে কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছিলেন। মেয়াদ ছিলো ৩ বছর। তবে দুমাসের মাথাতেই ছাড়লেন তিনি এই পদ। এই বিষয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজিয়বর্গীয় বলেন, “নির্বাচনের কাজের চাপেই পদত্যাগ করেছেন শুভেন্দু।” যদিও শোনা যাচ্ছে যে এবারে নন্দীগ্রাম থেকে বিজেপির মুখ হচ্ছেন শুভেন্দু। সরকারি ভাবে ঘোষণা না হলেও ফুলবদলের পর থেকেই এই হুংকার কার্যত নন্দী মাটিতে দাঁড়িয়েই তিনি দিয়ে আসছেন।

আরও পড়ুন:  Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ সদস্য

ভোটের রণক্ষেত্রে নিজেকে প্রার্থী হিসেবে দাঁড় করালে ছাড়তে হয় সমস্তরকম সরকারি পদ থেকে। এই কারণেই ইস্তফা দিয়েছেন শুভেন্দু।
অন্যদিকে বৃহস্পতিবার পেশ হতে পারে বিজেপির প্রার্থীর প্রথম তালিকা। তার আগেই মঙ্গলবার শুভেন্দুর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা প্রার্থী হওয়ার কানাঘুষোতে আরও মদত যোগাচ্ছে।

আরও পড়ুন:  Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত একই পরিবারের ৩ সদস্য

Featured article

%d bloggers like this: