18 C
Kolkata

সমবেতনের ডাক বর্ধমান মেডিকেলে

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ঠিকা কর্মীরা অবস্থান বিক্ষোভ চালায়। তাঁদের দাবি বেতন বাড়াতে হবে বিলম্ব না করে। প্রত্যেকে প্ল্যাকার্ড পোস্টার হাতে দাবি তোলেন। মেডিকেল কলেজের সুপারের সামনেই চলে বিক্ষোভ।
এই বিক্ষোভরত ঠিকা কর্মী,অস্থায়ী কর্মীদের দাবি যে তাঁরা ২০০১ থেকে পরিষেবা দিচ্ছে এক হাসপাতালে। স্থায়ী কর্মীদের মতো ডিউটি করলেও বেতনের অনেক ফারাক। আর সেই ফারাক মেটাতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।

এক ঠিকা কর্মী দীপক দাস বলেন,আমরাও প্রথম সারির যোদ্ধা। করোনার সময় যখন সবাই বাড়িতে ছিলো, আমরা কাজ করেছি ২৪ ঘণ্টা ধরে। সব দপ্তরের কর্মীদের বেতন বেড়েছে,আমাদের বাড়বেনা কেনো। আমরাই বঞ্চিত হয়ে রয়েছি।
নিত্যপ্রয়োজীয় জিনিসের দাম বাড়াচ্ছে কেন্দ্র। আর তাতেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। তাই এবার নিরুপায় হয়েই বিক্ষোভের রাস্তাকে বেছে নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:  শুরু হল পুরোদস্তুর আয়ুষ টেলিমেডিসিন পরিষেবা

Featured article

%d bloggers like this: