25 C
Kolkata

‘বার্নিং ইন দ্য কারাগার’, আদালতে দাঁড়িয়ে মানিক, কটাক্ষ CBI কেও

মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা টেট দূর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে। জামিনের আবেদনও জানান তাঁর আইনজীবী। তারপর বিচারক বেরিয়ে যান। তখনই আদালত কক্ষে একলা মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) বলে ওঠেন, ”আই অ্যাম বার্নিং ইন দ্য কারাগার। কিন্তু আমার নামে কুৎসা হচ্ছে। এই যে সোশ্যাল প্রেস্টিজ যাচ্ছে, তা কে ফিরিয়ে দেবে ?”

লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ি আছে বলে অভিযোগ জানিয়েছে সিবিআই। তার জবাবে মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) এদিন বলেন, “যদি লন্ডনে আমার বাড়ি হয় তাহলে আই শুড বি হ্যাংগড। নদিয়া যদি লন্ডনের মধ্যে চলে আসে, তবেই আমার লন্ডনে বাড়ি থাকা সম্ভব।” এর আগে সিবিআই (CBI) মানিক ভট্টাচার্যর দুটি আলাদা পাসপোর্ট রয়েছে বলে নথি পেশ করেছিল আদালতে। কিন্তু এদিন তিনি সেই বিষয়টি নিয়ে আদালতে সরব হন মানিক। তাঁর কথায়, ”সিবিআই এই তথ্য কীসের ভিত্তিতে বলছে ? আমার ২০০৮ সালে পাসপোর্ট তৈরি হয়। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমি নতুন পাসপোর্ট হাতে পাই। দুটি পাসপোর্ট একসঙ্গে রাখা ছিল। আর তাতেই আমার ২টি পাসপোর্ট হয়ে গেল ? আমার বাড়িতে তল্লাশি চালানোর সময় আমি সব তথ্য দিয়েছিলাম সিবিআইকে। বুঝিয়েও বলেছিলাম সব। তখন বুঝেছিল। কিন্তু এখন সিবিআই অন্য কথা বলছে।” 

আরও পড়ুন:  Kolkata Job: শহরে বাড়ছে চাকরির সুযোগ, কলকাতায় নতুন অফিস !

Featured article

%d bloggers like this: