24 C
Kolkata

ইস্টবেঙ্গলের জট খুলতে বুধবার নবান্নে জরুরি বৈঠক মমতার

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার দুপুরে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়ে দেন তাঁদের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের বিচ্ছেদের কথা। ই-মেইল করে এই খবর জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এরপরই আগামী বুধবার এই সমস্যা মেটানোর জন্য দুই পক্ষকে নিয়ে আলোচনার বসতে চেয়ে নবান্নে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের জন্য সময় দিয়েছেন বিকেল চার ঘটিকা। ইস্টবেঙ্গল ক্লাবের জট খুলতে এবার আসলে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

এই প্রসঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের ওপর কিছুটা উষ্মাও প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের এই আচরণ একদম ঠিক নয়। ওঁরা যদি নাই পারে, তাহলে আগে ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিতে পারত। এখন শেষ মুহূর্তে এসে বলছে আমরা পারবো না। আমার সঙ্গে দেখা করেও ওঁরা বলেছিলেন, আমরা সব সমস্য মিটিয়ে নেব। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের এ হেন আচরণে আমরা একেবারেই সন্তুষ্ট নই, তা বুধবারের বৈঠকেই মুখ্যমন্ত্রী ওঁদের জানিয়ে দেবেন বলেও জানান।

আরও পড়ুন:  Moon:রমজানের এক ফালি চাঁদ, নীচে আবার আলোর বিন্দু! যেনো হার থেকে ঝুলছে লকেট

এদিকে ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের এই ঝামেলা মেটাতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী আসরে নামায় খুশি ক্লাব কর্তারাও। সূত্রের খবর, তাঁরাও নাকি চাইছেন বুধবারই যেন সমস্যাটা মিটে যায়। যাতে তাঁরা অষ্টম আইএসএলে দল গঠনের জন্য পূরোদমে ঝাঁপিয়ে পড়তে পারেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ডাকা এই বৈঠক প্রসঙ্গে
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, আমরা আশা করছি বুধবার মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকেই সুরাহা হয়ে যাবে। স্পনসরদের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের সমস্যা মিটে যাবে। সব সমস্যা মিটিয়ে ইস্টবেঙ্গল আবার চলতি অষ্টম আইএসএলে খেলবে বলেই আশা তাঁদের।

Featured article

%d bloggers like this: