নিজস্ব প্রতিবেদন:- গ্রামের এক মেয়ের বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে গিয়ে ক্যাটারিং সংস্থার সদস্যদের সাথে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় জখম হয়েছেন ওই পরিবারের আরও দু’জন সদস্য। ক্যাটারিং সংস্থার যুবকদের হাতেই প্রাণ হারিয়েছে ওই যুবক এমনটাই দাবি যুবকের পরিবারের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পরই গা-ঢাকা দিয়েছে ক্যাটারিং সংস্থার সদস্যরা।
শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার বাগডিহা গ্রামের ঘটনা। জানা যাচ্ছে মৃত ওই যুবকের নাম রবি চৌধুরী। বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকার বাসিন্দা।। ওই এলাকাইয়পিসির বাড়িতে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠানে সপরিবারে যোগ দিতে গিয়েছিল রবি। সেখানে সকল অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলে পরিবারের সকল সদস্যরা খেতে বসেন। পরিবারের অভিযোগ তাদেরকে খেতে দেওয়া তো দূরের কথা পাতা পর্যন্ত দিতে অস্বীকার করে ক্যাটারিং সংস্থার কর্মীরা। এনিয়ে নিমন্ত্রিত আত্মীয়দের সাথে ক্যাটারিং সংস্থার সদস্যদের তুমুল হাতাহাতি শুরু হয়। সেই সংঘর্ষ থামাতে গেলে তাকে ব্যাপক মারধর করে ক্যাটারার কর্মীরা এমনটাই অভিযোগ।
যদিও মৃত ওই যুবকের একই পরিবারের আরও দু’জন সদস্য জখম হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর জখম তিন জনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন রবি। সঙ্গে সঙ্গে তাকে আবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। চিকিৎসকরা জানান, মৃত যুবকের পিঠে গভীর ক্ষত রয়েছে।
এদিকে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে ক্যাটারিং সংস্থার সদস্যদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় জামুরিয়া থানার কেন্দা ফাড়িতে। অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে ক্যাটারিং সংস্থার যুবকরা।