25 C
Kolkata

Cooch Behar: আনুষ্ঠানিকভাবে মেলা শেষ, রমরমিয়ে চলছে ব্যবসা

নিজস্ব প্রতিবেদন: গত রবিবার শেষ হয়েছে কোচবিহার রাসমেলা। করোনা অতিমারির কারণে গত দু’বছর তেমন ব্যবসা হয় নি বলে জানিয়েছিল ব্যবসায়ীরা। তবে সেই ক্ষতিটা অনেক পুষিয়ে নিল চলতি বছরে। এবছরে দর্শনার্থীদের ভিড় লক্ষণীয় ছিল। সোমবার ভাঙ্গা মেলাতেও চলছে জোর কদমে কেনাবেচা। এবার রাস মেলায় প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে ব্যবসায়ীরা। শুরু থেকেই মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর মেলার ব্যবসায়ীরা হতাশ হলেও এবার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

এদিন ভাঙ্গা মেলায় সকাল থেকেই বহু মানুষের ভিড়। সকাল থেকেই চলছে বেচাকেনা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকেই দোকান গোটাতে শুরু করবে ব্যবসায়ীরা। ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী তাদের দোকান গুটিয়ে ফেলেছে। তার মধ্যেও মেলার মাঠে রয়েছে মানুষের ভিড়। শেষ বেলায় চলছে ব্যাপক হারে বেচাকেনা।

আরও পড়ুন:  Viral: কি কান্ড!সেলফি তুলতে গিয়ে মালাইকার ঘাড়ে যুবক, তারপর যা হলো

Featured article

%d bloggers like this: