নিজস্ব প্রতিবেদন: বছর পোয়ালেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সকল দলই নিজেদের মতো করে তাদের মাটি শক্ত করতে ব্যস্ত হয়ে উঠেছে। তবে তার আগে আবারও উত্তপ্ত হল কোচবিহারের শীতলকুচি। বিজেপি সূত্রে খবর অনুযায়ী, গত রবিবার শীতলকুচির ভাওয়ের থানা গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি হিসাবে নির্বাচিত হন সুভাষ সরকার। তিনি যখন রাতে বাজার করতে গিয়েছিলেন তার ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে মেরে নাক মুখ ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠে। এছাড়াও এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগও প্রকাশ্যে আসে। আক্রান্ত ওই দুই বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।