নিজস্ব প্রতিবেদন: চতুর্থ দফা ভোট সকাল থেকেই রক্তাক্ত। এই ভোট প্রাণ নিয়েছে ৫ জনের। এরই মধ্যে কতচবিহারের পাঠানখুলিতে তৃণমুল বিজেপির সংঘর্ষ রুখতে লাঠি হাতে তোলে কেন্দ্রীয় বাহিনী। কার্যত পরিস্থিতি সামাল দিতেই লাঠি চার্জ করে করা হয় বলে দাবি তাদের।
অন্যদিকে মাথাভাঙ্গায় ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনির গুলিতেই মৃত্যু হয়েছে তাদের। সকালে প্রথমবার ভোট দিতে গিয়ে মৃত্যু হয়েছে শিতলকুচির ১৮ বছরের কিশরের।