29 C
Kolkata

CoochBehar Mamata Bridge: গ্রামের সেতুর নামকরণ নিয়েই রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিবেদন: এবার সেতুর নাম ধীরে, রাজনৈতিক তরজা তুঙ্গে। কোচবিহারের দিনহাটায় বুড়াধরলা নদীর ওপর তৈরি একটি ব্রিজ যার নাম ‘মমতা সেতু’। আর এই সেতুর নামকরণ কি ঘিরেই বিতর্ক তুঙ্গে। প্রসঙ্গত, ২০১৯ সালে কোচবিহার ১ নং ও দিনহাটা ১ নং ব্লকের সংযোগকারী এই ব্রিজ উদ্বোধন করা হয়েছিল। এবার সেই সেতুর নাম কে কেন্দ্র করে বাকযুদ্ধে জড়িয়ে পরল শাসক ও বিরোধী দল। এই সেতুটি ৮০ মিটার দীর্ঘ কংক্রিটের সেতুটি তৈরি করতে দের কোটি টাকা ব্যয় করা হয়েছে। তবে সেই সময় রাজ্যসভায় সংসদ ছিলেন কুনাল ঘোষ। তিনি এই সেতুর নামকরণ করেছিলেন।

এই সেতুর মাধ্যমে প্রায় ১৬ টি গ্রাম উপকৃত হয়েছে। তবে এই নিয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন জানিয়েছেন,”মমতা সেতু নামটি কুনালদার দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে যেহেতু তিনি সাংসদ হয়েছিলেন তাই তার ফান্ডের তৈরি এই সেতুটির নাম মমতা সেতু।” তবে এই প্রসঙ্গে কুনাল বলেন,”জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মনের অনুরোধে আমি এই সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছিলাম। সাংসদ কোটার টাকায় এত বড় ব্রিজ কোথাও হয়নি। সেতুটির নাম মমতা সেতু দেখেছি।” তবে এই সেতুর নামকরণ নিয়ে রাজনৈতিক তরজা ইতি মধ্যেই শুরু হয়ে গেছে।

আরও পড়ুন:  Kiran Sea Beach: শুধু আর নীল জল নয় ঘুরে আসুন ম্যানগ্রোভে ঘেরা সমুদ্র থেকে, দেখুন ছবি!

Featured article

%d bloggers like this: