নিজস্ব প্রতিবেদন: ফের পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি শাসিত রাজ্যে। পুলিশের তরফ থেকে জানা গেছে, দুই আদিবাসী যুবকে ১৫-২০ জন মিলে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই দু’জনের মৃত্যু হয়। মৃতরা হলেন সম্পত বাত্তি এবং ধানসা।
গণপিটুনিতে জখম হন আরও একজন। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার মধ্যপ্রদেশের সিওনি জেলার কুরাই থানার অন্তর্গত সিমারিয়ায়। ইতিমধ্যেই ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যদিও রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার খবর মেলেনি। ঘটনায় গেরুয়া শিবিরের নিন্দায় সরব হয় বিরোধী দল কংগ্রেস।