নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ লড়াইয়ের অবসান। মল্লিকবাজারের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআই(এম) নেতা মানব মুখার্জি (৬৫)। কয়েক বছর আগে এক বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল মানবের। তারপর কলকাতার একাধিক কর্মসূচিতে দেখা যেত তাঁকে। এরপর আগস্ট মাসে ফের স্ট্রোকে আক্রান্ত হন। তখনই ভেন্টিলেশনে দেওয়া হয় বাম নেতাকে। তখন মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে ছিলেন। সিপিআইএম সূত্রে খবর, মঙ্গলবার ফের দু’বার সেরিব্রাল অ্যাটাক হয় মানবের। তারপর আর শেষ রক্ষা হয়নি। বামেদের পক্ষ থেকে শোকবার্তা জ্ঞাপন করা হয়েছে। মহম্মদ সেলিম জানান, ‘জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখার্জী আর আমাদের মাঝে রইলেন না। কমরেড মানব মুখার্জী লাল সেলাম।’
