নিজস্ব সংবাদদাতা : বীরভূমে ভোটের ডিউটির ফাঁকে সদলবলে গিয়েছিলেন তারাপীঠে পুজো দিতে। আজ যখন এই জেলাতে ভোটপর্ব চলছে সেই সময় তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন সিআরপিএফের আইজি পদমর্যাদার আধিকারিক এস কে মোহান্তি।
তিনি একাই নন, সদলবলে মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। সংবাদমাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই তত্পর হয়ে ওঠে নির্বাচন কমিশন।
ভোটের দিন কীভাবে তিনি তারাপীঠ মন্দিরে পুজো দিতে পারেন তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদিও ওই আইজি-র বক্তব্য, তাঁর এই পুজো দেওয়ার জন্য নিরাপত্তা বা ডিউটিতে কোনও খামতি ছিল না। স্বাভাবিকভাবে তাঁর বিরুদ্ধে উঠল কর্তব্যে গাফিলতির অভিযোগ।
উর্দি পরিহিত অবস্থায় তারাপীঠে রীতিমতো ডালা নিয়ে কীভাবে পুজো দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গতকালই নির্বাচন কমিশনের ‘নজরবন্দি’ থাকা অবস্থায় আধিকারিক এবং বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে তারাপীঠ গিয়ে পুজো দিয়ে এসেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল।
আজ সিআরপিএফ জওয়ানের এই কাণ্ড নিরাপত্তার ফাঁকফোকরগুলি আরও বেশি করে আঙুল দিয়ে দেখাচ্ছে।