23 C
Kolkata

Dengue: মিলছে না বেড, আতঙ্কে রোগীর পরিজনেরা

নিজস্ব প্রতিবেদন: পুজোর শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির ফলে জমা জলে ডেঙ্গু বা ম্যালেরিয়া মশার আঁতুড়ঘর তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে পূজার মুখে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। সংক্রমণের পাশাপাশি মৃতের সংখ্যা ও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে মিলছে না বেড। যেমন বাগবাজার সঞ্জীবনী হাসপাতালে বাইরে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। রাজ্যে বিভিন্ন জায়গায় ডেঙ্গু নিয়ে সতর্কতা করা হয়েছে।

আপনি ডেঙ্গুতে আক্রান্ত কিনা তা বোঝার উপায় ধূম জ্বর, বমি এসব ছাড়াও শ্বাসকষ্ট সমস্যা থাকলে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে। পরিস্থিতি হাতে বাইরে যাওয়ার আগে সকলে চিকিৎসকদের পরামর্শ নিন। ডেঙ্গু ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে।

আরও পড়ুন:  Mamata Banerjee: আমার জীবনে লড়াই এখনও চলছে, সিঙ্গুরের স্মৃতি স্মরণ করলেন মমতা

Featured article

%d bloggers like this: