নিজস্ব প্রতিবেদন: গত দু’বছর করোনা সবার ঘুম কেড়ে নিয়েছিল। তবে বর্তমানে ঘুম কেড়েছে ডেঙ্গু। শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যু ঘটে চলেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু ঘটেছে তাদের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু সংক্রমণ উল্লেখ করা রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গু সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে আরও ১ হাজার ৯১ জনের। ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য।
দুই ২৪ পরগনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জোড়া মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দেগঙ্গার ফাতিমা বিবির। দক্ষিণ ২৪ পরগনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের আনন্দ নস্করের। রাজ্যে একই দিনে ডেঙ্গুতে জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক আরও বেড়ে চলেছে।