নিজস্ব সংবাদদাতা: দ্রুত নিয়োগের দাবিতে বারাসাত জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ করে ডেপুটেশন দিল ২০১৪প্রাথমিক টেট পাস ট্রেন্ড নট ইনক্লুটেড একতা মঞ্চ সদস্যরা।
সোমবার সকালে বারাসাত জেলাশাসকের দপ্তরের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিলেন ২৯১৪ টেট পাস ট্রেন্ড নট ইনক্লুটেড একতা মঞ্চের সদ্যসরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আবেদন, তার কথামতো সকল ট্রেন্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগ করেছে । তাদের শিক্ষক হওয়ার স্বপ্নকে সার্থক করুক। পুজোর আগে তাদের শিক্ষক পদে নিয়োগ করে তাদের বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিক। দীর্ঘদিন ধরে তারা এই অপেক্ষায় রয়েছে। চাকরিটা তাদের প্রয়োজন প্রত্যেকের।
বারাসাত জেলাশাসক দপ্তরে ২০১৪ টেট পাস করা প্রার্থীদের ডেপুটেশন
