নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ঠিক কতখানি? তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যজুড়ে যে ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খানাকুল, দাস নগর, আমতা, ঘাটাল সমস্ত জায়গায় মানুষের অবস্থা ভয়াবহ। কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে কী করছেন? সেখানে গিয়ে জলে দাঁড়িয়ে শুধুমাত্র ছবি তুলে চলে আসছেন ।১০ বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন ।কিন্তু সাধারণ মানুষের জন্য কী কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি জানিয়েছেন, কেন্দ্র থেকে যে টাকা রাজ্য সরকার পায় সেই টাকা কোন কাজে লাগানো হয়নি কেনো? বরং সেই টাকা প্রশান্ত কিশোর -কে দিয়ে খরচা করে ভোটে জিতেছে তৃণমূল সরকার ।তাতে সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। দীর্ঘদিন ধরে বন্যাকবলিত এলাকাগুলো বছরের পর বছর বন্যায় ভেসে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জন্য কিছুই করছেন না । পরবর্তী বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই নানারকম নাম উঠতে শুরু করেছে। তা নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি এখনো পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি আছেন। ২০২২ পর্যন্ত তিনি বিজেপি রাজ্য সভাপতি পদে থাকবেন।পরবর্তী সময়ে কে হবেন তা নিয়ে দল ঠিক করবে। তবে দলের কথার ওপরে কোন কথা নেই।