নিজস্ব সংবাদদাতা :: পূর্ব মেদিনীপুরের আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলে নন্দকুমারের কাছে দিলীপ ঘোষকে আটকে দেয় পুলিশ। পুলিশী বাধার মুখে পড়ে ফিরে আসতে বাধ্য হন তিনি। সেখান থেকে ফিরে নিজের নির্বাচনী ক্ষেত্র মেদিনীপুরের দিকে গাড়ি ঘোরান বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু এবারও বাধার মুখে পড়তে হয় তাঁকে। পূর্বের পর এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশও আটকে দেন মেদিনীপুরের বিজেপি সাংসদকে। অনুমতি না নিয়ে এলাকায় আসার অভিযোগে ডেবরার কিছুটা আগে আষাড়িতে জাতীয় সড়কের উপর দিলীপ ঘোষের গাড়ি আটকায় পুলিশ।পূর্বের পর পশ্চিম মেদিনীপুরে ঢুকতে গিয়ে বাধা পেয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ করেন, ‘আইন শুধু দিলীপ ঘোষের জন্য। রাজ্যের তৃণমূল সাংসদরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তাতে কিছু হয় না, শুধু দিলীপ ঘোষ এলেই আইনভঙ্গ হয়।’ এরপরই জাতীয় সড়কে যাওয়া গাড়িগুলোকে দেখিয়ে অভিযোগ করেন, ‘দেখুন বাস, প্রাইভেট কার সবই চলছে। শুধু দিলীপ ঘোষের গাড়ি যাওয়া চলবে না।’ অগত্যা পুলিশের বাধার মুখে পড়ে জাতীয় সড়ক ধরে হাঁটতে শুরু করেন মেদিনীপুরের এই বিজেপি সাংসদ। প্রায় ২ কিলোমিটার পথ হাঁটেন তিনি। ডেবরার কাছে আবার তাঁকে আটকায় পুলিশ। জানা গেছে, নিজের নির্বাচনী ক্ষেত্রের মধ্যে এগরা হাসপাতালে গিয়ে মাস্ক বিতরণ করার কথা ছিল তাঁর। সেখান থেকে মোহনপুরের আম্ফানে মৃত কিশোরের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যেতেন তিনি। কিন্তু পুলিশের বাধার ফলে ডেবরা থেকেই কলকাতায় ফিরে যেতে হয় তাঁকে।