25 C
Kolkata

বেলডাঙ্গার রোগীকে স্থানান্তরিত করার পর নার্স ও চিকিৎসককে মারধর

নিজস্ব সংবাদদাতা: শ্বাসকষ্টজনিত এক রোগীকে স্থানান্তরিত করার কারণে উত্তেজিত রোগীর আত্মীয়রা চিকিৎসক ও নার্সকে মারধোর করলেন বলে অভিযোগ।

শ্বাসকষ্টজনিত এক রোগীকে স্থানান্তরিত করার কারণে উত্তেজিত রোগীর আত্মীয়রা চিকিৎসক ও নার্সকে বেধড়ক মারধোর করলেন । ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার অন্তর্গত শক্তিপুর প্রাথমিক ব্লক হাসপাতালে। বৃহস্পতিবার রাত্রে এক রোগী শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হন হাসপাতালে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অনুপম মন্ডল ওই রোগীর প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করে দেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। রোগীর আত্মীয়দের বক্তব্য শক্তিপুর হাসপাতালে চিকিৎসা করতে হবে এই দাবি তুলে ঐ রোগীর আত্মীয়-স্বজন এবং উত্তেজিত জনতা কর্তব্যরত চিকিৎসক মারধর করে। হেনস্তা করা হয় কর্তব্যরত নার্সদের ।এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:  Mamata Banerjee:'ক্ষমতা দেখাচ্ছে বিজেপি! আমার মুখ বন্ধ করা যাবে না',বাঘিনী মমতা

Featured article

%d bloggers like this: