নিজস্ব সংবাদদাতা :: কলকাতা :: বিপর্যস্ত বাংলা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এখন শশ্মানের নিস্তব্ধতা। আকাশ পথে পরিস্থিতি খতিয়ে দেখছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার আজ দক্ষিণ ২৪ পরগনার দুর্গত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখান থেকে ফিরে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানে তিনি বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হয়েছে, প্রশাসন ব্যস্ত ছিল। মাত্র দু’দিনের মধ্যে সব স্বাভাবিক করা সম্ভব? অন্যান্য রাজ্যে বিপর্যয়ের পর কত সময় লেগেছিল? আমরা সাধ্যমতো চেষ্টা করছি। মানুষ আরও অনেক কষ্টের মধ্যে রয়েছেন, তাঁরা কীভাবে সহ্য করছেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এদিন সাংবাদিক বৈঠকে কিছুটা হলেও মেজাজ হারান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ লকডাউন সামলাবে, নাকি ঝড় সামলাবে? এই পরিস্থিতিতে ক্ষুদ্র রাজনীতি করবেন না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।