নিজস্ব প্রতিবেদন: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। কিন্তু সবাই বিশেষভাবে শারদোৎসবের পথ চেয়ে থাকেন। হাতে গোনা আর কিছুদিন। তারপর ঢাকে কাঠি পরে যাবে। বাতাসে বইবে পুজোর গন্ধ। ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। প্যান্ডেলও বাঁধা প্রায় শুরু হয়ে গেছে। তারই আমেজে মেতে উঠেছে রাজ্যবাসী। অপরদিকে ব্যস্ত মৃৎশিল্পীরা। গত দু’বছর করোনা অতিমারির প্রকোপের পর এবার মৃৎশিল্পীদের ব্যস্ততা তাঁদের আঁতুড়ঘরে।
পুরনো একঘেয়ে চিত্রটা এবার পাল্টাতে চলেছে। বাঁশ-খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপে একটু একটু করে জেগে উঠছেন মৃন্ময়ী মা। প্লাস্টিকের আড়ালেই চলছে তোড়জোড় প্রস্তুতি। গত বছর ডিসেম্বরে বাঙালির দুর্গাপুজোকে ইউনেস্কের তরফ থেকে হেরিটেজের তকমা দেওয়া হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ১ সেপ্টেম্বরে এক শোভাযাত্রা হবে রেড রোডে। শঙ্খ-উল্লু ধ্বনির মাধ্যমে বিশ্বের কাছে দুর্গাপুজোকে সর্বসেরা করে তুলতে হবে। তারও প্রস্তুতি তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন