25 C
Kolkata

পুলিশ করছে ডিম চুরি!

করোনা পরিস্থিতিতে খাটনি বাড়ছে পুলিশদের। আমাদের রক্ষাকর্তা বলতে এখন তারাই রয়েছে। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে যেকোন আইনি পদক্ষেপে আমরা প্রতিটি মুহূর্তে সাহায্য পেয়ে থাকি তাদের থেকে। তবে সেই পুলিশ যখন চোরের আকার ধারণ করে তখন প্রশ্ন ওঠে প্রশাসনে।

ঘটনাটি মজার হলেও ইঙ্গিত করছে অপরাধের! ফলতা এলাকার নিমতা রোডের গোপন ক্যামেরায় দেখা গেল, এক পুলিশকে ডিমের গাড়ির সামনে থেকে ডিম চুরি করে নিজের পকেটে ঢোকাচ্ছে। ঘটনাটি সত্যি অদ্ভুত মানুষ যেখানে কোনকিছু চুরি যাওয়া জিনিস খুঁজে পাওয়ার আশায় পুলিশের কাছে যায়। আজ সেই পুলিশ নিজে চোরের ভূমিকা পালন করছে।

Featured article

%d bloggers like this: