নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের দিক থেকে দলমার ৩০ টি হাতির দল রবিবার রাতে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সকাল থেকেই নয়াগ্রামের তপোবন এলাকায় প্রবেশ করে। আতঙ্কে গ্রামের মানুষ। ঘটনা স্থলে বনদপ্তরের কর্মীরা। হাতির দল গুলিকে জঙ্গলে রাখার চেষ্টা করছে বনদপ্তর। গত কালকেই এই দলের একটি হস্তি শাবকের সাঁকরাইলে মৃত্যু হয়েছিল। আর সেই হাতির দল সকাল থেকেই তপোবন এলাকায় ঘুরে বেরাচ্ছে। লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় এলাকার মানুষজন। তপোবন জঙ্গলের রাস্তার উপর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। যার ফলে এলাকাজুড়ে হাতির হামলার আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা। বিষয়টি জানানো হয়েছে বন দপ্তর কে। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার সকলমানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে বন দপ্তরের কর্মীরা ওই হাতির দলের ওপর নজরদারি শুরু করেছে।