28 C
Kolkata

Express: পুজোর আগেই নয়া পরিষেবা রেলের

নিজস্ব প্রতিবেদন: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। চলতি বছরের এই সুবিধা পেতে চলেছে পর্যটকেরা। এবার এক নিমেষেই বেরিয়ে আসতে পারেন দিঘা বা পুরী থেকে। আগামী অক্টোবর থেকে হাওড়া-পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসও ছুটবে এই পরিষেবা। প্রতি সপ্তাহে আপ ও ডাউন অভিমুখে একটি ট্রেন চলবে।

একনজরে সময়সূচি:

২২৮৯০ পুরী-দিঘা এক্সপ্রেস: প্রতি শনিবার রাত ৯ টা ৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী শনিবার (৬ অগস্ট) থেকে পরিষেবা শুরু হবে।
২২৮৮৯ দিঘা-পুরী এক্সপ্রেস: প্রতি শনিবার বিকেল ৫ টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে দিঘা-পুরী এক্সপ্রেস। আগামী রবিবার (৭ অগস্ট) থেকে শুরু হবে পরিষেবা।
১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: প্রতিদিন ভোর ৫ টা ৪৫ মিনিটে পুরী থেকে ছাড়বে। আগামী ২ অক্টোবর থেকে পরিষেবা শুরু হবে।
১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস: ২ অক্টোবর থেকে ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসের পরিষেবা শুরু হতে চলেছে। প্রতিদিন দুপুর ২ টো ১৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে।

আরও পড়ুন:  Nitish Kumar: নীতিশের সাথে বৈঠক সোনিয়ার

Featured article

%d bloggers like this: