25 C
Kolkata

সজল ঘোষকে গ্রেফতার করা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম

নিজস্ব সংবাদদাতা : বর্ষাকাল আবার তার ওপর নিম্নচাপ। একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে ।শহর কলকাতায় বেশ কিছু জায়গায় এখনও পর্যন্ত জল জমে আছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য বডিগার্ড লাইন, বেহালা, তারাতলা। বডিগার্ড লাইন এ কে আইপি যে কাজ করছে তা নভেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানালেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন, ড্রেনেজ এর কাজ বেশ কিছু জায়গায় হচ্ছে। বেশির ভাগটাই এ বছরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। এছাড়াও মেট্রোর কাজের জন্য বেশ কিছু জায়গায় জল জমছে ।সেগুলো সামনের বছর জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে অর্থাৎ আগামী বর্ষার আগে শহর কলকাতায় অনেক জায়গায় জল জমবে না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপি মুখে অনেক কথাই বলে তারা সাম্প্রদায়িকতার কথাই বেশি বলে। কিন্তু মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। গণতান্ত্রিক উপায়ে সবকিছু চলে। বিজেপি দাঙ্গা-হাঙ্গামা করে। হিংসার রাজনীতি করে। মানুষের মনে এভাবে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু তৃণমূল গণতান্ত্রিক উপায়ে মানুষের কাছে নিজেদের তুলে ধরে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি গতকালের সজল ঘোষের প্রসঙ্গ টেনে আনেন ।তিনি জানিয়েছেন সজল ঘোষের কর্মকাণ্ডের জন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তার বিরুদ্ধে অসহযোগিতামূলক এবং শ্লীলতাহানি অনেক কেস রয়েছে। এবং তার বাবা প্রদীপ ঘোষ সম্পর্কে তিনি বলেছেন তাঁর অনেক বয়স হয়েছে তার উচিত এই সময় অবসর নেওয়া। অন্যদিকে তিনি জানিয়েছেন, করোনার ভ্যাকসিন কলকাতা পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হচ্ছে। আগামী শুক্রবার মহরম, সবকিছু বন্ধ থাকলেও রক্সি সিনেমা হলে দোতালায় এবার থেকে আধার কার্ড এবং স্বাস্থ্য সাথী কার্ড এর রেক্টিফিকেশন এর কাজ হবে ।

আরও পড়ুন:  Howrah: হাওড়ায় নন্দীগ্রাম দিবস পালন কল্যাণ ঘোষের

Featured article

%d bloggers like this: