নিজস্ব সংবাদদাতা: রবিবার গভীর রাত সাড়ে বারোটার সময় দুটি বাইক করে কয়েকজন যুবক এসে বেহালা ১২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রূপক গাঙ্গুলীর ফ্লাটের জানালা লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।
রূপক গাঙ্গুলীর অভিযোগ, এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। আবারো গতকাল রাতে গুলি চালানোর ঘটনা ঘটলো।
তিনি সরাসরি বললেন এতে বিজেপির হাত থাকলেও থাকতে পারে।
এই ওয়ার্ডের কাউন্সিলর না থাকায় রূপক গাঙ্গুলী সুষ্ঠভাবে ওয়ার্ড টি কে পরিচালনা করেন । তার জন্যই এইরকম আক্রোশ বলে জানা গেছে।
এই ঘটনার জন্য এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে, ঘটনাস্থলে বেহালা থানার পুলিশ যায়। কারা এই ধরণের ঘটনা ঘটাচ্ছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই এলাকায় বাড়ানো হচ্ছে পুলিশি নজরদারি।
বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে চলল গুলি
