আবারও বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতা মদন মিত্রের। এবার মিড ডে মিল প্রসঙ্গে বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কামারহাটির বিধায়ক কে ( Madan Mitra ) বলতে শোনা গেল, ভারতের সংস্কৃতিতে নাকি আছে এক স্ত্রীকে পাঁচ জন স্বামী ভাগ করে খেতে পারে। যদিও মদনের সেই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে বলেন, মদন মিত্র যা বলেছেন তার তীব্র নিন্দা করছি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় পর্যবেক্ষক দল মিড ডে মিলের ( Mid Day Meal ) কাজকর্ম খতিয়ে দেখতে এসে অদ্ভুদ এক বেনিয়ম লক্ষ্য করেছেন দক্ষিণ ২৪ পরগণায়। দেখা গিয়েছে ২৪ পরগনার একটি স্কুলে মিড ডে মিল পরিবেশনের দায়িত্বে থাকা পাঁচ জনের বেতন সাত জন ভাগ করে নিচ্ছেন। গত দশ-বারো বছর ধরেই এমন চলছে। সে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মদন মিত্র বলেন, ‘কুন্তী বলেছিলেন, যা এনেছ ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে খাও। পশ্চিমবঙ্গ – ভারতের সংস্কৃতি হচ্ছে, স্ত্রীকেও পাঁচ স্বামী ভাগ করে খেতে পারেন।” যদিও মদনবাবু এই পাঁচ জনের বেতন সাত জন নেওয়াটা সমর্থন করেন কিনা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি।
তৃণমূল বিধায়ক মদন মিত্রের ( Madan Mitra ) সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় বিতর্ক। মদন মিত্রকে তীব্র আক্রমণ করে বিজেপি শিবির। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ‘মহিলাদের অপমান, কুরুচিকর মন্তব্য, মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ( Draupadi Murmu ) চেহারা নিয়ে মন্তব্য, সেসব নতুন কিছু নয়।’ অগ্নিমিত্রা পলের অভিযোগ, তৃণমূল যে মহিলাদের সম্মান করে না সেটা ধর্ষণ-শ্লীলতাহানিতে তৃণমূল নেতাদের জড়িত থাকার তালিকা দেখলেই বোঝা যায়।
মদনের মন্তব্যে বিতর্ক বাড়তেই টুইট করে তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ( Kunal Ghosh )। মদনের মন্তব্যের তীব্র নিন্দা করে তিনি জানিয়ে দেন, “মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মদন মিত্র যা বলেছেন তার তীব্র নিন্দা করছি। শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে সকলেরই অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত। মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।”
