22 C
Kolkata

শুভেন্দুর ঘনিষ্ঠ চার পুলিশ অফিসারকে উত্তরবঙ্গে বদলি

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুর জেলা থেকে চারজন পুলিশ অফিসারকে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই অভিযোগে উত্তরবঙ্গে বদলি করা হলো। সংশ্লিষ্ট অফিসাররা হলেন ,অজয় কুমার মিশ্র, প্রণব রায় ,পার্থ বিশ্বাস ও রাজা মন্ডল। এঁদের মধ্যে কাউকে কালিম্পং-এ ,কাউকে দার্জিলিং, কাউকে আবার দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে বদলি করা হয়েছে । যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই চারজন অফিসার দীর্ঘদিন একই জেলায় কর্মরত থাকায় রুটিং বদলি হিসেবে তাদের বদলি করা হলো। তবে মেদিনীপুর জেলা থেকে সুদূর উত্তরবঙ্গে বদলি করা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে পুলিশ মহলে। বদলি হওয়া পুলিশ অফিসারদের মধ্যে অজয় কুমার মিশ্র শুভেন্দু অধিকারী সাংসদ ও মন্ত্রী থাকাকালীন নন্দীগ্রাম থানার আইসি পদে কর্মরত ছিলেন । দীর্ঘদিন তিনি পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন থানার ওসি পদে দায়িত্ব সামলেছেন । তবে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার তিনি দাবি করেছেন এই বদলির বিজ্ঞপ্তিতে তার স্বাক্ষর নেই। যা হবার নবান্নের স্বরাষ্ট্র দপ্তর থেকে হয়েছে। এই বদলি পেছনে কোন রহস্য দেখছেন না তিনি। এটি স্রেফ রুটিন বদলি । উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সে যেখানেই হোক না কেন।

আরও পড়ুন:  Anubrata Mondal : অনুব্রতর দিল্লি যাওয়া ফের পিছিয়ে গেল

Featured article

%d bloggers like this: