নিজস্ব সংবাদদাতাঃ বন্ধুকে খুন করার অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাত থানা এলাকার নিবেদিতা পল্লী জামতলা এলাকায়। শঙ্কর যাদব নামক এক ব্যক্তিকে খুন করার অভিযোগ ওঠে আনন্দ নামক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ভোররাত থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনাস্থলে রয়েছে বারাসত থানার পুলিশ। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিবেদিতা পল্লী জামতলা এলাকার বাসিন্দা শঙ্কর যাদবকে খুন করার অভিযোগ ওঠে।
শঙ্কর, আনন্দ একই জায়গার বাসিন্দা। শঙ্কর যাদব এর বাড়ির লোকের অভিযোগ, আনন্দ ও তার দাদা ও বাবা মিলে এই খুন করে।তারপরে শঙ্করের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে বলে পরিবারের দাবি।
ঘটনাস্থলে বারাসাত থানার পুলিশ আসে ও অভিযুক্ত তিন জন কে আটক করে বারাসাত থানায় নিয়ে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে।।