24 C
Kolkata

ত্রিপুরাতে ১৮ টি পরিবার যোগ দিলেন তৃণমূলে

নিজস্ব সংবাদদাতা: আজ ফের আগরতলার তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়িতে তৃণমূল কংগ্রেসের এক যোগদান সভা হয়। এদিন ১৮টি পরিবারের ৭১ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ ডঃ শান্তনু সেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে তাদের সবাইকে দলে বরণ করে নেন আইনমন্ত্রী মলয় ঘটক,সাংসদ ড:শান্তনু সেন এবং সুবল ভৌমিক।জানা গিয়েছে, শীঘ্রই তৃণমূলের ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে তৃণমূল ভবন করা হবে শহরের বুকে।যাবতীয় আলোচনা চলছে।পুজোর মুখে চমক ঘটিয়ে অফিস বাড়িও তৈরি করা হবে।ততদিন পর্যন্ত আপাতত তৃণমূল নেতা সুবল ভৌমিকের নিজের ভবন থেকেই চলবে দলের কাজকর্ম।পশ্চিমবঙ্গ নেতা ও নেত্রীরা এখানেই বসেই তৈরি করবে রণকৌশল।

আরও পড়ুন:  Job Vacancy: মাধ্যমিক পাশেই এবার পোষ্ট অফিসে চাকরি

Featured article

%d bloggers like this: