নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধীরে ধীরে বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। এরই মধ্যে সকালে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
তিনি লেখেন, রাজ্যের কোভিড পরিস্থিতি সম্পর্কে জানার জন্যে মুখ্যসচিবের উত্তরের অপেক্ষা করছি। মানুষের সচেতনতার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের তরফে, সেসব জানতে চেয়ে তিনি চিঠি লিখেছেন রাজ্য প্রশাসনকে।