নিজস্ব সংবাদদাতা : ইয়াস আছড়ে পড়ার পর থেকেই সুন্দরবন সংলগ্ন মিনাখাঁ ব্লকের বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে বহু এলাকা। সাহেবঘেরি, মল্লিকঘেরি ও রামজয়ঘেরি সহ প্রমুখ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাঁধ মেরামতির কাছে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা।
অন্যদিকে টাকি পৌরসভার ১৬ নং ওয়ার্ডের হাসনাবাদ পুরাতন বাজারে ইছামতী নদী বাঁধের ৪ ফুট উপর দিয়ে জল ঢুকে প্লাবিত গোটা বাজার। পাশাপাশি হাসনাবাদ ব্লকের কাটাখালি ও বরুণহাট এলাকায় গোমতী নদীর জল ঢুকছে। আঙনাড়া গ্রামে ইছামতী নদীর বাঁধ উপচে জল ঢুকছে।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হাটগাছা, শীতুলিয়া রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে ,জল উপচে প্লাবিত গ্রাম। অন্যদিকে গৌড়েশ্বর নদীর তীরে কোথাও বাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উপচে গ্রামে জল ঢুকছে। পাশাপাশি মিনাখাঁর মালঞ্চ ও চৈতলে একই অবস্থা বিদ্যাধরী নদীতে।