নিজস্ব প্রতিবেদন: বছর শুরু হয়েছে তার এক মাস হতে না হতেই একের পর এক অঘটন ঘটেই চলেছে এরাজ্যে। কখনও পথ দুর্ঘটনা, কখনও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আবার কখনও অগ্নিকান্ড। ঠিক সেরকমই আবারও এক দুর্ঘটনা ঘটল এরাজ্যে। ফের শহরে বিধ্বংসী আগুণ। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ হাওড়ার বাগনান স্টেশন সংলগ্ন বাজার এলাকায় আগুণ লেগেছে। এই আগুনের জেরে ভস্মীভূত হয়ে যায় ১৫-২০ টি দোকানও। বাগনান বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে প্রথমে আগুন লাগে একটি দোকানে। সেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।


আর তার জেরে একেবারে ভস্মীভূত হয়ে যায় ১৫টি দোকান। এই ঘটনাটি সকলের নজরে আসতেই প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালায়। তারপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার মধ্যে ঘন্টা দুয়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তবে এনিয়ে প্রাথমিক সূত্রে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকান্ড।

দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে শেষে পরিস্থিতি নিয়মন্ত্রনে আনে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, গত শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৯:৩০ মিনিট নাগাদ হাওড়ার চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন লেগে যায়। এই ঘটনাটি নজরে আসতেই ঘটনাস্থল থেকে শ্রমিকদের বার করে নিয়ে আসা হয়। কিন্তু আগুনের জেরে রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।ঘটনাস্থল থেকে ককিছুটা দূরেই যেহেতু পাওয়ার হাউস তাই ঝুঁকি না নিয়ে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তবে কি কারণে এই আগুন তা এখনও জানা যায় নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।