22 C
Kolkata

হাওড়া আন্দুলে চলছে নিরবতা

করোনা রমরমা বেড়েই চলেছে দিন দিন এবং এরই সাথে সাথে মানুষের মনের মধ্যে ঢুকে গেছে ভয় ইতিমধ্যেই বাজার ঘাট সমস্ত বন্ধ করে দিচ্ছে সাময়িক কিছু সময়ের জন্য খোলা থাকলেও দীর্ঘসময় কিন্তু ব্যতীত করা যাবে না রাস্তায়। রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে ভাবতে হচ্ছে দুবার নিজের সাবধানতার পাশাপাশি পুলিশের মার আগের বছরের চিত্র আরেকবার ফুটে উঠছে সকলের সামনে।

হাওড়া অন্দুলে বাসস্ট্যান্ডে দেখা যাচ্ছে এরকমই অদ্ভুত চিত্র যেখানে কোন মানুষজন নেই। লকডাউন দেওয়া হয়েছ শুধুমাত্র কয়েকটি শপিংমল বাজার স্থানগুলিতে তবে মানুষেরা মনে করছেন এই আংশিক লকডাউন সম্পূর্ণ হতে পারে কিছুদিনের মধ্যে। এবং প্রত্যেকেই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই কারণেই প্রত্যেকেই বাস-অটো সমস্তকিছুই ফাঁকাই যাচ্ছে দেখা যাচ্ছেনা মানুষজনের ভিড় সকলেই নিজেকে গৃহবন্দী করে রেখেছে ইতিমধ্যে সরকারি ও বেসরকারি সমস্ত অফিসে শুরু হয়ে গেছে ওয়ার্ক ফর্ম হোম।

আরও পড়ুন:  Shibpur Movie: 'শিবপুর '-এ স্বস্তিকা-পরম জুটি !

Featured article

%d bloggers like this: