নিজস্ব প্রতিবেদন: বর্ধমানের পর এবার হাওড়াতেও বিষ মদ পাওয়া যায়। আর সেই ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার গজানন বস্তিতে চোলাই মদ খেয়ে ৯ জনের মৃত্যুও ঘটে। আর তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে হাওড়ার পঞ্চাননতলায় মিছিল করে গেরুয়া শিবির। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়।
তবে এই বিক্ষোভের সময় পুলিশের সাথে দফায় দফায় ধস্তাধস্তিহয় বিক্ষোভকারীদের। এমনকি এই ঘটনায় মালিপাঁচঘরা থানার সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি হওয়ার কথা ছিল কিন্তু সেই সভার অনুমতি দেয়নি পুলিশ। আর অনুমতি না পাওয়ায় তার বিকল্প পথ হিসাবে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই ঘটনায় রণক্ষেত্র তৈরী হয়ে গেছে এলাকায়।