28 C
Kolkata

Accident In Uluberia: শনিবারে শনির দশা

নিজস্ব প্রতিবেদন: ফের সপ্তাহের শেষে সাতসকালে পথ দুর্ঘটনার সাক্ষী হল হাওড়া। শনিবার সকাল ৯টা নাগাদ হটাৎই এক বিকট শব্দ হওয়ায় পর কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে এসে তাঁরা দেখেন, হাওড়াগামী একটি স্করপিওর চাকা ফেটে যায়। তারপর স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কোলাঘাট লেনে চলে আসার পর কোলাঘাট লেন দিয়ে আসা একটি মারুতি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তার ফলে দুটি গাড়ি-ই দুমড়েমুচড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে।

ঘটনাটি ঘটেছে, উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাশ্যপপুরে। এই ঘটনায় জখম ৮ জন। তাঁদেরকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যহত থাকে। তবে পুলিশ ঘটনাস্থলে আসায় যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন:  Chiranjeet Munmun : কি কান্ড,চিরঞ্জিতের পা কামড়ে ধরলেন মুনমুন সেন
আরও পড়ুন:  Alipurduar: ফের প্রশ্নের মুখে হাসপাতাল নার্সদের পরিষেবা

Related posts:

Featured article

%d bloggers like this: