19 C
Kolkata

Arms Recovered : গোয়ালতোড়া অস্ত্রভাণ্ডারের হদিশ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বড়ডাঙা গ্রাম। বুধবার ওই গ্রামে জমি সমতল করার জন্য মাটি কাটার কাজ চলছিল।  হটাত্ই মাটি কোপাতে গিয়ে কোদালের সঙ্গে কিসের যেন একটা সংঘর্ষ। শোনা গেল ধাতব শব্দ। আওয়াজ শুনে সন্দেহ হলে আবারও কোদাল চালাতেই মাটির নীচ থেকে উদ্ধার হল প্রচুর প্রচুর আগ্নেয়াস্ত্র৷ অস্ত্রভান্ডার দেখে তড়িঘড়ি পুলিশকে খবর দেয় স্থানীয়রা৷ পুলিশ এসে ওই এলাকা ঘিরে ফেলে।

বাজেয়াপ্ত হয় মাটির নীচ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া ৫০-৬০টি দোনলা বন্দুক৷ এবং প্রায় হাজার খানেক কার্তুজ। যে এলাকার কর্তৃত্ব নিয়ে একসময় মাওবাদী ও সিপিএমের মধ্যে শুরু হয়েছিল টানাপোড়েন৷ স্বাভাবিকভাবেই সেই জঙ্গলমহলে অস্ত্র উদ্ধারের বিষয়টি সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ‘নলবনা গ্রামে মাটি খোঁড়ার সময় কিছু পুরনো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজের খোঁজ পান স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ’। ঘটনার তদন্তে নেমেছে গোয়ালতোড় থানার পুলিশ।

আরও পড়ুন:  Siliguri: ভবানিপুরকাণ্ডের ছায়া, শিলিগুড়িতে ফের দাম্পত্য খুন

Featured article

%d bloggers like this: