25 C
Kolkata

রাজ্যে কয়েক হাজার সরকারি চাকরি – মেধা তালিকা প্রকাশ পাবলিক সার্ভিস কমিশনের, দেখুন তালিকা

এবার নিয়োগে আরও গতি আনছে পাবলিক সার্ভিস কমিশন। একের পর এক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করছে পিএসসি। শুক্রবার যেমন কয়েক হাজার নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল তারা (Public Service Commission WB)। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের অধীনস্থ আই সি ডি এস সুপারভাইজারের মোট ২৯৩১ টি নিয়োগের মেধা তালিকা এদিন প্রকাশ করা হল কমিশনের তরফে।

মূলত ২০১৯ সালে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission WB)। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। ২০২১ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা। গত বছর হয় ইন্টারভিউ। মোট তিনটি পর্বে মূল্যায়ন করা হয় এই প্রার্থীদের। এদিন কমিশনের তরফে ২৯৩১ জন চাকরি প্রার্থীর সুপারিশ পত্র জারি করা হল।

আরও পড়ুন:  Mini Port Kolkata: ৩০০ কোটির খরচে বলাগড়ে মিনি বন্দর !

সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দফতরে মিসলেনিয়াস ২০১৯ এর নিয়োগের মেধা তালিকাও প্রকাশ করে পিএসসি। যেখানে রাজ্যের বিভিন্ন দফতরের ৪৮২ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার মেধা তালিকা দেয় তারা। শুধু তাই নয় গত ২ ফেব্রুয়ারি ডব্লিউবিসিএস ২০২০ এর মেধা তালিকাও প্রকাশ করেছে পিএসসি। যার মধ্যে গ্রুপে এ ৭৭ জন, গ্রুপ বি-তে ২৪ জন চাকরি পেয়েছেন।

দেখুন সেই তালিকা –

Featured article

%d bloggers like this: