নিজস্ব সংবাদদাতা: প্রতিবারের মতো এবারও বেলেঘাটার বিধায়ক পরেশ পাল এর উদ্যোগে কাঁকুড়গাছি সুভাষ মেলা প্রাঙ্গণে ইলিশ উৎসব এর আয়োজন করা হয়। সোমবার এই উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল সহ দমদম লোকসভা কেন্দ্রের সংসদ সৌগত রায়,রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু,রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ এবং বিধান নগর পৌরনিগমের পৌর প্রশাসক শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ।
সাংসদ সৌগত রায় বলেন, আজ এই ইলিশ উৎসব রাজ্যের বিভিন্ন জায়গায় হলেও এর সূচনা হয়েছিল পরেশ পাল এর হাত ধরেই। এছাড়াও তিনি আরো বলেন, যে আমরা বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করতে যাই কিন্তু অভিনবত্বের ছোঁয়া শুধুমাত্র পরেশ পাল এর উদ্যোগেই দেখতে পাওয়া যায়। যা অন্য কোথাও অপ্রতুল্য । বঙ্গের আকাশে যখন তখন কালো মেঘ এসে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি, আর সেই বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে এই ইলিশ উৎসব মেতে উঠেছে এক অন্য মাত্রায়।