25 C
Kolkata

Primary TET: টেট নিয়ে সতর্ক পর্ষদ! প্রশ্নফাঁস রুখতে বেশ কিছু জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: আজ অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে টেট পরীক্ষা। বেলা ১২টায় শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। তবে, এবার টেট নিয়ে গোড়া থেকেই বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোনভাবেই জাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং স্বচ্ছতার সাথে জাতে পরীক্ষা হয় সেই নিয়ে সজাগ রয়েছে পর্ষদ কর্তৃপক্ষ। অন্যদিকে, প্রশ্নফাঁস রুখতে রবিবার ৭ জেলায় সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসন।

পরীক্ষা চলাকালীন কয়েকটি স্পর্শকাতর জেলার যে সমস্ত এলাকায় টেট পরীক্ষাকেন্দ্র রয়েছে, সেখানে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। দুপুর ১২টা থেকে বেলা ২ টো ৩০ মিনিট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ এসেছে। ইতিমধ্যে সব ইন্টারনেট প্রোভাইডারের কাছে এই ব্যাপারে নির্দেশিকা পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন:  Mamata-Dev: দেব'কে বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করলেন মমতা

উল্লেখ্য, এর আগে একাধিক জেলায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট ব্যবহার করে প্রশ্নফাঁস, নকল করার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। হাইটেক প্রযুক্ত ব্যবহার করে অসৎ উপায় পরীক্ষা দিতে দেখা গিয়েছে বহু পরীক্ষার্থীকে। এই প্রক্রিয়া রুখতেই এবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিবের তরফে ইন্টারনেট নিয়ন্ত্রণের আর্জি জানানো হয়েছিল। উপরোক্ত ৭ জেলায় এর আগেও ইন্টারনেট ব্যবহার করে পরীক্ষায় নকল করার ঘটনা ঘটেছে। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার সাত জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হল।

Featured article

%d bloggers like this: