নিজস্ব প্রতিবেদন: জগদ্ধাত্রী পুজোর বিজয়া দশমী। সারম্বরে রাজ্যজুড়ে পালিত হল জগদ্ধাত্রী পুজো। ঠিক সেরকমই ১৯৪১ সালে হাওড়া বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠিত হয়। বুধবার রীতি ও ঐতিহ্য মেনে সপ্তমী অষ্টমী এবং নবমীর তিন তিথির পুজো হয়। বৃহস্পতিবার দশমী। রীতি মেনে সকালে সারদা পীঠে দশমীর পুজো হওয়ার পর দর্পণ বিসর্জন হয়। এদিন সন্ধ্যায় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জনাও করা হবে। এই পুজো উপলক্ষে বেলুড় মঠে ভক্তদের সমাগম ছড়িয়ে পড়েছে। প্রতি বছরের মত এই বছরে উনিশটা ভরে মায়ের পুজোর আয়োজন করলেন রামকৃষ্ণ কর্তৃপক্ষরা। সমস্ত রীতি ও আঁচার বিধি মেনে পুজো সম্পন্ন করা হয় এবং এই পুজোকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গণ সেজে উঠেছে।