নিজস্ব প্রতিবেদন: ভিন রাজ্যের প্রতারক পশ্চিমবঙ্গে। রবিবার বাঁকুড়া থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ঝাড়খণ্ড পুলিশ। জানা গিয়েছে, কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয় ঝাড়খণ্ডের এক থানায়। দীর্ঘদিন সেই অপরাধীকে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে খোঁজ মিলল পশ্চিমবাংলায়। অভিযুক্ত ব্যবসায়ীর পরিচয় ভবানী মুখোপাধ্যায়। বাঙালি এবং পুরুলিয়াতে মূলত ব্যবসা চালাতেন। তার ফোন ট্র্যাক করে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। ট্রানজিট রিমান্ডে তাকে ঝাড়খন্ড নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর একটি টিএমটি বার তৈরীর কারখানা রয়েছে। বোকারোর এক ব্যবসায়ী, ধ্রুব নারায়ণ চাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। ভবানের বিরুদ্ধে নগদের ঋণ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। এমনকি কোটি কোটি টাকার কাঁচামালও ঋণ হিসেবে নেয় সে। ব্যবসায় ধ্রুবকে অংশীদার করা হলেও কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। মোট ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। চার মাস পর গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীকে পাকড়াও করে আগাম তদন্ত চালাবে kঝাড়খণ্ড পুলিশ।
