24 C
Kolkata

Job Offer: পরীক্ষা ছাড়াও চাকরি ! আয়কর বিভাগে

সরকারি চাকরি খুঁজছেন ! তাঁদের জন্যে দারুণ সুযোগ। আয়কর বিভাগে,অ্যাসিটেন্ট, ইন্সপেকটর সহ মোট ৭১ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করবে।শীঘ্রই যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।তবে এই নিয়োগ হবে কর্ণাটক এবং গোয়া অঞ্চলের জন্য।MTS পদের জন্যে ২৯ জনকে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট টেক্স অফিসার পদের জন্যে ৩২ জনকে নিয়োগ করবে আয়কর দফতর।

ইনকাম ট্যাক্স ইনস্পেকটর হিসাবে মোট ১০ জনকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।একাধিক পদের জন্য এই নিয়োগ করা হবে। ইনকাম ট্যাক্স ইনস্পেকটর হিসাবে আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করতে হবে। অ্যাসিস্ট্যান্ট টেক্স অফিসার পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। MTS- পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে।এই সমস্ত পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ২৪ মার্চ।

আরও পড়ুন:  C V Ananda Bose: রাষ্ট্রপতির দুদিনের সফরে ফের সাক্ষাৎ সিভি আনন্দ ও নন্দিনীর !

Featured article

%d bloggers like this: