নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ তথা দেশের রাজনীতি এখন লাইম লাইটে। রাজনৈতিক দলগুলিকে রিপ্রেজেন্ট করছেন এক একজন তারকা। কেউ বিধায়ক, তো কেউ সাংসদ। মোটামুটি সব দলেই এই ভারসাম্য দেখা যায়। এমনই একটি ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। রাজ্যে চলা বাদল অধিবেশনের ছবি পোস্ট করলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। পাশাপাশি বসে রাজারহাটের বিধায়ক অদিতি মুন্সী, জুন মালিয়া, বিধায়ক সোহম চক্রবর্তী এবং ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী।
প্রথম ঝলক দেখলে মনে হবে কোনও অ্যাওয়ার্ড শো। কিন্তু জুন ক্যাপশনে লিখে দিয়েছেন ‘বিধানসভা অধিবেশনের কিছু মুহূর্ত।’