26 C
Kolkata

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশ্রী দিবস পালন

নিজস্ব সংবাদদাতা : শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা রাজ্যের সঙ্গে এই জেলাতে কন্যাশ্রী দিবস পালন করা হলো। মুর্শিদাবাদের জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী জানালেন, গোটা রাজ্যের মধ্যে প্রথমে মুর্শিদাবাদ জেলার নাম উঠে আসে। সেই কারণে গর্বিত জেলা প্রশাসন। আজ এই অনুষ্ঠানে যারা পরীক্ষায় ভালো ফল করেছে সেই সফল ৬ জনকে পুরস্কৃত করা হলো। এছাড়াও বিদ্যালয় গুলিকেও পুরস্কৃত করা হলো। এরপরে জেলাশাসক জানালেন, প্রায় আড়াই লক্ষ কন্যাশ্রী এই জেলায় আছেন। যারা ভালো ফল করেছে পরীক্ষায় তাদের নিয়ে একটা প্রশাসনের তরফ থেকে চিন্তাভাবনা করা হয়েছে। আগামী দিন সেই পরিকল্পনার কথা জানানো হবে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট আধিকারিক বৃন্দ।

আরও পড়ুন:  শোভনই কী বৈশাখীর ' সুরক্ষা কবচ ' ! রত্না-কে খোঁচা শোভন বান্ধবী বৈশাখীর

Featured article

%d bloggers like this: