নিজস্ব প্রতিবেদন: উৎসবের পর থেকে এরাজ্যের একের পর এক পথ দুর্ঘটনার ঘটেই যাচ্ছে। ঠিক সেরকমই খড়্গপুরে রূপনারায়ণপুরে ৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে গেল। তাও আবার কনে যাত্রী বোঝাই বাসের। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বউ ভাতের অনুষ্ঠান সেরে সোমবার ভোরে ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটির উদ্দেশ্যে ফিরছিল এই বাসটি। সেই বাসে কমপক্ষে ৫০ জন যাত্রী ছিল। ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খড়্গপুরের রূপনারায়ণপুরের ৬ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ড ওয়ালে ধাক্কা মারে।
তার ফলে যাত্রী বোঝাই বাসটি উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত ১০। আশঙ্কাজনক অবস্থা ৩ জনের। ওই আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর খবর দেওয়া হয় খড়গপুর লোকাল থানার পুলিশ। তারা ঘটনাস্থলে এসে আহতদ্র উদ্ধার কর হাসপাতালে পৌঁছে দেয়। এই ঘটনার পর পলাতক বাসের ড্রাইভার। জখম বাসের হেল্পার।