নিজস্ব সংবাদদাতা: খড়দহ এর প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ট রনজয় শ্রীবাস্তব( ৪২) তৃনমুলএর সক্রিয় কর্মী। দুস্কতিদের গুলিতে নিহত হলেন। নীল রং এর একটি অল্টো গাড়ি করে যাওয়ার সময় খড়দহ থানার বাগদি পাড়া এলাকায় তাকে লক্ষ করে চার রাউন্ড গুলি চালায় দুস্কতিরা। গুলি গিয়ে তার বুকে লাগে। ব্যারাকপুর বি,এন বোস হাস পাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু ঘটে।এই ঘটনায় পুলিশ ৫ জন কে গ্রেফতার করে। কেন এই খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস । অন্যদিকে এই খুনের ঘটনার পর ব্যারাকপুর কমিশনারেট এলাকা জুড়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা রনজয় শ্রীবাস্তব খুনের ঘটনায় ধৃতদের আজ ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যে অভিযুক্তদের দশদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় ব্যারাকপুর মহাকুমা আদালত। এই খুনের ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে বিজেপি সাংসদ অর্জুন সিং ।
খড়দহের প্রয়াত বিধায়ক কাজল সিনহার ঘনিষ্ঠ নিহত
